হাতীবান্ধায় পূজা মন্ডপ থেকে সন্দেহভাজন নারী আটক

0
187
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের হাতীবান্ধায় পূজা মন্ডপ থেকে আলেয়া বেগম নামে সন্দেহভাজন এক নারীকে আটক করেছে আনসার ও ভিডিপি টহল দল। শনিবার (২৪ অক্টোবর) রাতে ওই নারীকে পশ্চিম নওদাবাস বাবুপাড়া রাধা গোবিন্দ মন্দির থেকে আটক করা হয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা আনাসার সদস্যরা। আলেয়া বেগম পশ্চিম বেজগ্রাম এলাকার হারুন-উর রসিদের স্ত্রী বলে জানা গেছে।
হাতীবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ওই মন্দিরে বোরকা পড়া এক নারী প্রবেশ করে মন্ডপের কাছে গিয়ে বসেন। এ সময় উপস্থিত মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনসার ও ভিডিপি’র ১৯নং টহল দল মন্দিরে গিয়ে পুরো মন্ডপ ঘিরে ফেলেন। নানা কৌশলে ওই নারীকে আটক করেন আনসার ও ভিডিপি’র টহল দল হাতীবান্ধা থানায় সোর্পদ করে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ওই নারী মূলত মাজার ভক্ত। ওই মহিলার দাবি স্বপ্নে তাকে পূজা মন্ডবে মোমবাতি দিতে বলেছে তাই ওই তিনি রোবকা পড়ে মন্ডপে মোমবাতি নিয়ে এসেছিলেন। তাকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here