শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে শতভাগ বিদ্যুতায়-নের লক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার সানিয়াজান ইউনিয়নে অফগ্রীড চরাঞ্চলসমুহে নেসকো লিমিটেডের নিজস্ব অর্থায়নে ৫০০(পাঁচশত)টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম ও আলোচনা সভা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
উদ্বোধনী ও আলোচনা সভার সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন, হাতীবান্ধা বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন।
এসময় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির সহ প্রমুখ।