শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট]: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১৬৫ টি উপকার ভোগীদের মাঝে অগভীর নলকূপ বিতরন করা হয়। আজ রবিবার (১৩ ডিসেম্বর) উপজেলার স্বাস্থ্য প্রকৌশলী অফিসে উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়ার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি’র উদ্যো গে “সমগ্র দেশে নিরাপদ পানি সরবাহ” প্রকল্পের আওতায় ১৬৫টি উপকারভোগীদের মাঝে অগভীর নলকূপ তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দিলীপ কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব মানিক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রশিদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, যুবলীগের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ, টিম ইমারজেন্সির যুগ্ন সমন্বয়ক ও পাটিকা পাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাধন পাটোয়ারি, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলন সরকার, সিন্দুর্না ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজন প্রমূখ।