চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্ম সুচীর আওতায় মনোসামাজিক ও রিফ্রেশার্স কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সমাজ সেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
১২ দিনব্যাপী এ কোর্স চলবে বলে জানান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মনির আফ তাবী। কোর্সে ৩০ জন হিজড়া শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওদুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার আশীষ মমতাজ, জেলা সমাজ সেবা কার্যা লয়ের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) নুরুল ইসলাম, হিসাব রক্ষন কর্মকর্তা সাজেদুল ইসলামসহ অন্যরা। প্রধান অতিথি মোঃ মঞ্জুরুল হাফিজ হিজড়াদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জীবনমান উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যা বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর।
আপনারা কোন সমস্যায় পড়লে, কোন ভালো কাজ করার জন্য অর্থের প্রয়োজন পড়লে জেলা প্রশাসন আপনাদেরকে সহযোগীতা করবে। আপনারা নিজেকে নারী বা পুরুষ না ভেবে মানুষ ভাবুন, তাহলে আপনাদের মনের জোর বাড়বে। কারণ আল্লাহ পুরুষ বা নারীকে নয়, মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন।