স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে উর্মি খাতুন নামে এক যুবতী গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তিনি শৈলকুপা উপজেলার বেডবাড়ী গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। ঝিনাইদাহ সদর হাসপাতালে উর্মি খাতুনকে ভর্তি হরা হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
তথ্য নিয়ে জানা গেছে উর্মীর সঙ্গে পায়রাডাঙ্গা গ্রামের ঠান্ডুর ছেলে শিশিরের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিন তারা ঝিনাইদহ ও ঢাকায় লিভ টুগেদারও করেছে। সম্প্রতি শিশির গোপনে বিন্নি গ্রামে বিয়ে করলে উর্মি একাধিকবার তার বাড়িতে অবস্থান নেয়।
বুধবার রাতে প্রেমিক শিশিরের বাড়িতেই উর্মি গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। দ্রুত থাকে উদ্ধার করে রাত এগা-রোটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশিরের অগ্নিপতির ভাগ্নি হচ্ছে উর্মি খাতুন। সেই সুবাদে শিশির ও উর্মি মামা-ভাগ্নি সম্পর্কের।
বিষয়টি রাতেই চাউর হয়ে পড়লে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। এ বিষয়ে পায়রাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে এঘটনায় এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।