হরিণাকুন্ডুতে দৌলতপুর ইউপির রামচন্দ্রপুর ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন

0
264

তারেক জাহিদ, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপূর ইউনিয়নের ৫নং রামচন্দ্রপুর ওয়ার্ডে উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম পুলিশ বাহিনির কড়া নিরাপত্তা বেষ্টনিতে শেষ হয়েছে। বিজন পার্ভেজ সোহাগ ( মোরগ প্রতিক) নিয়ে ১৩১৫ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। উপ-নির্বাচনে ভোট যুদ্ধে তিনজন প্রার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে বিজন পর্ভেজ সোহাগ (মোরগ প্রতিক), তোফাজ্জেল হোসেন (ফুটবল প্রতিক) এবং আশরাফুল ইসলাম( টিউবয়েল প্রতিক) নিয়ে ২২৭৫ ভাটের বিপরিতে প্রতিদ্বন্দিতায় করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নূর-উল্লাহ জানান ৪নং দৌলতপূর ইউনিয়নের তিনটি গ্রাম নিয়ে ৫ নং রাম চন্দ্রপুর ওয়ার্ড, এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম হায়দার আলী গত ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তারিখে মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়ে পড়ে। নির্বাচনী ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা-২২৭৫ তার মধ্যে মহিলা ভোট- ১১২৮ এবং পূরুষ ভোটের সংখ্যা ১১৪৭ জন। তিনি এই নির্বাচন ঝামেলা মূক্ত শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে বলে দাবী করেন।

নির্বাচন চলাকালীন বেশীরভাগ সময় ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (শৈলকুপা হরিণাকুন্ডু) সার্কেল আরিফুল ইসলাম, হরিণকুন্ডু থানার কর্মকর্তা ইনচার্জ আবদুর রহিম মোল্লা উপস্থিত ছিলেন। রামচন্দ্রপূর সরকারী প্রাথ মিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সরকারী লালনশাহ্ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুজ্জামান জানান নির্বাচন কাজে তার কেন্দ্রে নির্বচন কমিশন কতৃক ভোট গ্রহন কাজে ১৪ জন নিয়জিত রয়েছে, দুপুর ২টা নাগাদ তেরশত (১৩০০) ভোট কাষ্ট হয়েছে।

উপ-নির্বাচনে মোঃ বিজন পার্ভেজ সোহাগ মোরগ প্রতিক নিয়ে ১৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দিতা তোফাজ্জেল হোসেন (ফুটবল প্রতিক) নিয়ে ৩৭১ ভোট পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here