হরিণাকুন্ডুতে অস্ত্র-গুলিসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার !

0
126

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকু-ু থেকে একটি ওয়ান শুটারগানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তার অস্ত্রধারী উপজেলার কেষ্টপুর গ্রামের লাল্টু সরর্দারের ছেলে।

শুক্রবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ঝিনাইদহ র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদে উপজেলার কেষ্টপুর এলাকায় কয়েকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন সংবাদে দলটি কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি, একটি মোবাইলসেট ও দুইটি সিমকার্ড উদ্ধার করে।

জব্দ আলামত ও গ্রেপ্তার আসামিকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here