হরিণাকুন্ডুতে চোরের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা, গ্রেফতার-১

0
87

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ও মারধরে চোরের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে এ মামলায় গ্রেফতার হয়েছে ১ জন। এখন পালিয়ে বেড়াচ্ছে এজাহার নামীয় আসামীরা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত ৭ জুন রাতে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটি গ্রামের লিটন মোল্লার একটি আলমসাধু চুরি হয়। চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চোরকে ধাওয়া করলে চোর আলমসাধু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে উপজেলার শ্রীনগর গ্রামের মাঠের মধ্যে আলমসাধুটির গতিরোধ করলে মোটর সাইকের আরোহিদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে চোর। এতে আলমসাধুটি উল্টে চোর আশান উদ্দিন (৪৫) আহত হয়। সেখানেই উত্তেজিত লোকজন তাকে মারপিট করে। সেখান থেকে আশান উদ্দিনকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় চোর আশান উদ্দিনের স্ত্রী বাদি হয়ে থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের করে। এ মামলায় একজন গ্রেফতার হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তার পরিবার।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, চোর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here