স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ– ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ এলাকায় গম কাটা হারভেষ্টার ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি হরিণাকুন্ডু শহরের হাসপাতাল মোড়ের বাসিন্দা। দুর্ঘটনায় একই উপজেলার মান্দারতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে সাজেদুল ইসলাম মানু গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, রোববার বেলা দুইটার দিকে শাখারীদহ এলাকার দৌলতপুর মাদ্রসার কছে একটি গম কাটা হরভেস্টার মাঠ থেকে রাস্তায় উঠছিল। এ সময় দ্রুতগামী মটরসাইকেলের সঙ্গে দুইটি যানের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কামরুল নিহত ও সাজেদুল ইসলাম গুরুতর আহত হন। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। হারভেস্টারের চালক পলাতক রয়েছে।