হরিনাকুন্ডুতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার !

0
267
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার ১নং ওয়ার্ডের শুড়া গ্রামের পাশে দৌলখাল মাঠের মধ্যে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কৃষকরা মাঠে কাজের উদ্দেশ্যে বের হলে মাঠের মধ্যে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে হরিণাকু-ু থানার পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশের পাশে যায়। তবে লাশের কোন সঠিক নাম পরিচয় জানা যায়নি। অনুমানিক বয়স ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনা শোনার পরে সেখানে উপস্থিত হন শৈলকুপা-হরিনাকুন্ডু সার্কেলের এএসপি আরিফুল ইসলাম, হরিনা কুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা। এছাড়া সকাল ১১টায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। খাল থেকে ৩টি গুলির খুশাসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান। কি কারনে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা সঠিক জানা যায়নি।
তবে পিবিআই, সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ দ্রুত হত্যাকান্ডের কারন উদঘাটনে কাজ করবে বলে জানান। লাশের সুরতহাল রিপোর্টের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here