হঠাৎ তিস্তার পানি বিপদসীমার ৫০ সে. মি. উপরে !

0
317
শাহিনুর ইসলাম প্রান্ত [লালমনিরহাট] ভারতের পশ্চিমবঙ্গে প্রবলবৃষ্টি পাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনির- হাটে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে নদীর সকাল ৬ দিকে বিপদ সীমার ৫০ সে. মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আজ বুধবার (২০ অক্টোবর) সকালে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারা-জ পয়েন্টে বিপৎসীমার ৫০ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার চর অঞ্চলের বসতবাড়ি গুলোতে পানি উঠতে শুরু করেছে।
তিস্তা ব্যারাজ’র পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলি-য়াস আলী জানান, ভারত থেকে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে।
তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরও কি পরিমান পানি আসবে তা ধারণা করা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here