জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে ইসির ডাকা ধারাবাহিক সংলাপে সাড়া দেয়নি কল্যাণ পার্টি।মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোনো প্রতিনিধি আসেনি।
দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা যাইনি, আমরা যাব না। ওনাদের অনুরোধ অফিশিয়ালি রিগ্রেট করেছি। আমরা বলেছি ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করা হইলো’।
কল্যাণ পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত দল। এর আগে গত রোববার সংলাপের প্রথমদিনে জোটের আরেক দল মুসলীম লীগ ও সংলাপে উপস্থিত হয়নি।
মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেছেন, ‘এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ২০ দলীয় জোটের অংশ। বিএনপি এই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তাই আমরাও সংলাপে যাইনি। আমরা মনে করি এই ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’