ইসলামী বিশ্ব বিদ্যালয়ে পোষ্য কোটা শুন্য পেলেও সন্তানদের ভর্তি করানোর হুশিয়ারী

0
158

ইবি প্রতিনিধি: পরীক্ষায় শুন্য পেলেও কোটায় সন্তানদের ভর্তি করানোর দাবি জানিয়েছে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শুধুমাত্র আবেদনের যোগ্যতা রেখে পরীক্ষায় অংশ নিলেই তাদের ভর্তি করতে হবে বলে জানিয়েছেন তারা

ভর্তির এই দাবিতে বুধবার দুইঘন্টা কর্মবিরতি করেছেন কর্মকর্ত-কর্মচারীরা। এদিকে পাশ ছাড়াই তাদের এই ভর্তির দাবির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, গুচ্ছের নীতিমালায় যেকোন শিক্ষার্থীকে ভর্তির আবেদন করতে ন্যুনতম ৩০ নম্বর পেতে হয়। কোটাধারীদের ক্ষেত্রে একই শর্ত রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাদের ভর্তি করানোর কথা জানান।

এবিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলম সাংবাদিকদের বলেন, আমাদের সন্তানদের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যুনতম যোগ্যতা থাকলেই তাদের ভর্তি নিতে হবে। যদি তারা ১ অথবা ২ পায় তবুও তাদের ভর্তি নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

তবে গত ২৫ জুলাই গুচ্ছের শর্ত সাপেক্ষে ২০ জন ভর্তিচ্ছু ভাইভায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। তবে ভর্তির এই শর্ত শিথিল করে বিশেষ সুবিধা দেয়ার কথা বলেছেন কর্মকর্তরা। অন্যথায় কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন স্মারকলিপিতে।

তবে এবিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, তাদের দাবির প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এটি আমাদের এখতিয়ার ভুক্ত না তাই বিষয়টি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠাবো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here