ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে হিজবুল্লাহ !

0
91

ইরানকে ছাড়াই স্বাধীনভাবে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আক্রমণ করতে পারে। গোয়েন্দাদের সাথে পরিচিত দুটি সূত্র সিএনএন কে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ তাদের পরিকল্পনায় ইরানের চেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী দিনে ইসরায়েলে হামলা চালাতে চাইছে। অপরদিকে ইরান কীভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো যায় সেই পরিকল্পনা করছে।

একজন মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরান কিছু প্রস্তুতি নিয়েছে, তবে পুরোটা নয়।হিজবুল্লাহ এই মুহূর্তে সম্ভাব্য হামলার বিষয়ে সমন্বয় করছে কিনা তা স্পষ্ট নয়।

কিছু কর্মকর্তাদের মধ্যে একটি ধারণা রয়েছে যে কীভাবে হামলা চালানো যায় সে বিষয়ে হিজবুল্লাহ ও ইরান সম্পূর্ণভাবে একমত নাও হতে পারে।

গত সপ্তাহে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর হত্যা করে। এর পরের দিন, ইসরায়েল তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে।

দুই ঘটনাতেই হিজবুল্লাহ ও ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here