ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক ইডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর ভবন উদ্বোধন করা হয়েছে৷ ইনস্টিটিউটের নিজস্ব অর্থায়নে এ ভবন নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ ভবনের উদ্বোধন করেন।
আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্টার মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. রবিউল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সামনে এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যাশা করছি। সেই সাথে আইআইইআর এর সাথে কর্মক্ষেত্রের সম্পর্কিত আরও কোর্স চালু করার পরামর্শ দেন।