ইবির কেলেন্ডারে বঙ্গবন্ধুর নামে ভুল বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ

0
241
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানে ভুল করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ব- বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। সেইসাথে এই নামভুল কোনভাবেই ক্ষমাযোগ্য নয় বলে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। শুক্রবার পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফীনের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খোজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডার মুদ্রণ করার পূর্বে সোমবার রেজিস্ট্রার আব্দুল লতিফ উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বরাবর একটি ডেমো কপি উপস্থাপন করেন। এসময় ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামসহ শেখ রাসেলের নামের বানানেও ভুল লক্ষ্য করা যায়। এ ধরণের ভূল অনভিপ্রেত বলে উল্লেখ করে রেজিস্ট্রার আব্দুল লতিফকে ৯ ডিসেম্বর রাতে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখা দিতে বলা হয়েছে তাকে।
এদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল কারীদের শাস্তির দাবিতে শুক্রবার এক প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। বিজ্ঞপ্তিতি সূত্রে, বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানান ভুল চরম ধৃষ্টতাপূর্ণ কাজ। যা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার প্রস্তুত ও মুদ্রণের কমিটিও এই দায় এড়াতে পারে না। এ নামভুল করার  ঘটনায় রেজিস্ট্রারকে তদন্তপ্রেক্ষিতে শোকজ করেই ঘটনার সমাপ্তি হতে পারে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পরিষদের নেতাকর্মীরা।
এবিষয়ে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন সময়ের আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর বানান ভুল করা গুরুত্বর অপরাধ যা ক্ষমাযোগ্য নয়।  সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here