ইবির নতুন প্রক্টর ড. জাহাঙ্গীর

0
181
ইবি প্রতিনিধি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ সূত্রে, গত ২২ ডিসেম্বর প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের মেয়াদ শেষ হলে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে নতুন করে এ পদে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিয়মানুযায়ী পদের সকল সুযোগ সুবিধা তিনি পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্দোলনের মুখে ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে প্রক্টর পদ থেকে সরিয়ে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছরের ২৩ ডিসেম্বর স্থায়ী প্রক্টর হিসেবে দায়িত্ব পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here