ইবির নতুন কোষাধ্যক্ষ ড. আলমগীর 

0
295
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্র মতে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১২(১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড আলমগীর হোসেন ভূঁইয়াকে ট্রেজারার হিসেবে  নিয়োগ দেয়া হয়৷ আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, বিজ্ঞপ্তির কপিটি পেয়েছি। আগামীকাল যোগদান করবো। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট কোষাধ্যক্ষের মেয়াদ পূর্ণ করেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। এরপর প্রায় ৮ মাস পর আজ বুধবার এ পদে  নিয়োগ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here