ইবি প্রেসক্লাবের নেতৃত্বে মাসুম-তারিক

0
175
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল সাংবাদিক সংগঠন ‘ইবি প্রেসক্লাব’র কার্য নির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার মাসুম  এবং বাংলানিউজ২৪.কম  প্রতিনিধি তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে ভোট গ্রহণ চলে। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু।  সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সংগঠনের সাবেক সভাপতি ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার কানন আজিজ দায়িত্ব পালন করেন।
এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মণ এবং ইবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষক-ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এ আর রাশেদ (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ আহসান নাঈম (বাংলাদেশ প্রতিদিন), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা (দ্য ইন্ডিপেন্ডেন্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব জাগোনিউজ২৪.কম), কার্যনিবার্হী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ (দৈনিক সংবাদ), শাহাদাত তিমির ( কালের কণ্ঠ), মুনজুরুল ইসলাম নাহিদ (সমাচার) এবং আদিল সরকার ( সময়ের আলো)।
এদিকে দায়িত্ব গ্রহণের পর দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর‌ালে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এসময় সদ্য বিদায়ী সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক শাহাদাত তিমির ও সহ-সভাপতি আসিফ খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here