স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর গোপনে ভিডিও ধারণের অভি-যোগে সাগর (২০) নামে এক যুবক সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
সাগর ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার সাজ্জাদ শেখের ছেলে। গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তাকে শৈলকূপা থানা পুলিশ আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন তিনি। এ ঘটনায় বুধবার (৩১ আগস্ট) দুপুরে অভিযুক্ত সাগরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত সাগরকে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ ধারার ১ ও ২ উপধারায় মামলা দিয়ে ঝিনাইদহ আমলি আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফোন থেকে ভিডিওটি সরিয়ে ফেলেছে বলে স্বীকার করেন। আমরা এক্সপার্টদের মাধ্যমে ভিডিওটি উদ্ধারের চেষ্টা করছি।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গোসলের সময় বাথরুমের ফাঁকা অংশ দিয়ে ভিডিও দৃশ্য ধারণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভিডিও উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তের উপযুক্ত বিচারের দাবিতে মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। পরে দুপুরে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।