Tuesday, November 24, 2020
Home শিক্ষা ও শিক্ষাঙ্গন ইবি শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ দিল শিক্ষক সমিতি

ইবি শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ দিল শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি: অনলাইন ক্লাসের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত অর্থ থেকে শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করেন তারা। সোমবার (১৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের মাধ্যমে বিভাগীয় সভাপতিদের কাছে উপাচার্য কক্ষে চেক হস্তান্তর করেন সমিতির নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, করোনায় অসচ্ছল মানুষদের পাশে দাড়াতে গত এপ্রিলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মতিক্রমে তাদের একদিনের বেতন কর্তন করে ইবি শিক্ষক সমিতি। এসময় কর্তনকৃত অর্থের মোট অঙ্ক দাড়ায় ৭ লক্ষ ৬৮ হাজার ৯৭৩ টাকা। পরে প্রথম ধাপে গত ১৫ এপ্রিল বিশ্ব বিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী- হকার, ভ্যানচালক, আবাসিক হলে কর্মরতদের মাঝে ৪ লক্ষ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন সমিতির নেতাকর্মীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ইন্টারনেট খরচ বাবদ সোমবার অবশিষ্ট ৩ লক্ষ ৪৩ হাজার ২০ টাকার চেক বিভাগীয় সভাপতিদের হাতে তুলে দেন তারা। বিভাগের ব্যাচ সংখ্যা ও শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী এই টাকা আনুপাতিক হারে  বিভাগীয় সভাপতিদের কাছে চেকের মাধ্যমে দেওয়া হয়।
চেক হস্তান্তরের সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সমিতির  কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা  উপস্থিত ছিলেন।
এবিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীরাও যেন অনলাইন ক্লাসে অংশ নিতে পারে সেই সুবিধার্থে বিভাগীয় সভাপতিদের হাতে আমরা এ চেক তুলে দিয়েছি। বিভাগ তার অস্বচ্ছল শিক্ষার্থী বাছাই করে টাকা বন্টন করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ভ্যাকসিন প্রয়োগ করতে আমাদের ভালো ব্যবস্থা নিতে হবে। শুধু ভ্যাকসিন আমদানি নয়, বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে হবে। আজ...

পিঠ কোমরে ব্যথায় করনীয় !

একভাবে দীর্ঘ ক্ষণ অফিসে বসে কাজ করলে মাঝে মধ্যে ২-৩ মিনিটের জন্য ব্রেক নিয়ে একটু হেঁটে আসুন। চিকিত্সকরা জানাচ্ছেন, ২ ঘণ্টা একটানা বসে থাকলে...

অভিনয়ে আসছেন সানিয়া মির্জা !

টেনিস তারকা সানিয়া মির্জা অভিনয়ে নামছেন। একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন শোয়েব পত্নী। ‘এমটিভি প্রবিহিশন অ্যালন টুগেদার’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন...

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩২ জনের মৃত্যু !

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২...

Recent Comments