ইবিতে ‘পতিত জমির ব্যবস্থাপনা’ বিষয়ক পিএইচডি সেমিনার

0
246
ইবি প্রতিনিধি: ইসালামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামে পতিত জমি ব্যবস্থাপনা: একটি পর্যা-লোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এর আয়োজন করেন। সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক শফিকুল ইসলাম।
বিভাগের সভাপতি ও গবেষণার তত্ত্বাবধায়ক প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সেমিনারে প্রধান অতিথি ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. আকতার হোসেন ও প্রফেসর ড. মুজাহিদুর রহমান।
এছাড়াও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদের, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছির উদ্দীন আযহারী প্রমুখ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
গবেষণা প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে পতিত জমির সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবস্থাপনা, প্রচলিত-অপ্রচলিত পতিত জমির পরিমাণসহ এসব জমির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here