ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয়ের দেয়া সাজায় অসন্তুষ্ট হাইকোর্ট

0
124

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা পাঁচ ছাত্রীর সাজা বাতিল করে দিয়েছে উচ্চ আদালত।

সেই সাথে শাস্তির আরো ৩টি ধারা বাড়িয়ে সে আলোকে পুনরায় সাজা দেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

বুধাবার (২৬ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এদিকে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ফুলপরী খাতুন।

তিনি বলেন, আমি আমার দাবিতে অনড় রয়েছি। আমার সাথে তারা যে বর্বরতা করেছে বিশ্ববিদ্যালয় থেকে তাদের আজীবন বহিষ্কার চাই। হাইকোর্টের নির্দেশে জানতে চাইলে রিটকারী আইনজীবী গাজী মহসিন বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যদেশের আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ী বহিষ্কারের বিধান রয়েছে।

তাই বিচারপতি কোড অব কন্ডাক্টের বিধি প্রথম ভাগের ৪, ৫, ৭ এবং দ্বিতীয় ভাগের ৮ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যা আগামী ২৩শে আগস্ট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here