আদিল সরকার, ইবি: জমকালো আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভাগটি। ভালবাসার প্রতিক ফুল ও কলম দিয়ে মিষ্টি মুখে বরণ করে নেয়া হয় তাদের। সোমবার বেলা ১১ টায় ব্যবসায় অনুষদ ভবনের নিচ তলায় (১০৯ নম্বর কক্ষ) এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাকিবের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিতি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও জেসমিন আক্তার উপস্থিত ছিলেন। এসময় বিভাগের প্রায় দুইশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম। পরবর্তীতে অতিথিবৃন্দ ও বিভাগের শিক্ষকরা নবীনদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন৷ পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় দেশের গন্ডি পাড়ি দিয়ে বিদেশেও কাজ করবে বলে আশা রাখি। এছাড়া এটি একটি শৃঙ্খলাপূর্ণ বিভাগ। এখানে সবাই সুষ্ঠুভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে সক্ষম হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদেরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে বিভাগের শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের পাশে সর্বদা তারা থাকবেন। সকলের সহযোগিতায় বিভাগটি আর এগিয়ে যাবে বলে প্রত্যাশা রাখি৷