জাবির নতুন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম !

0
73

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম সই করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাক্ট ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ব-বিদ্যালয়ের আচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলমকে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন নতুন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

গত ১২ আগস্ট সিনেটের এক বিষেশ সভায় উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামীপন্থি শিক্ষকদের তিন প্যানেল থেকে মোট আটজন শিক্ষক এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ৪৮ ভোট পেয়ে অধ্যাপক আমির হোসেন, ৪৬ ভোট পেয়ে অধ্যাপক নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে অধ্যাপক অজিত কুমার মজুমদার প্যানেলে নির্বাচিত হন।

এরআগে উপাচার্যের রুটিন দায়িত্বে এবং সাময়িক উপাচার্য হিসেব দায়িত্ব পালন করেছেন অধ্যাপক নূরুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here