শরীয়তপুর প্রতিনিধি ॥ স্ত্রীর সাথে বিভিন্ন পুরুষের অবৈধ ও পরকিয়া প্রেমের সম্পর্ক থামাতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী। ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, লোকমান মাদবর (৪৬) জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা হাসেম আলী ফরাজী কান্দি গ্রামের মৃত ফয়জুল মাদবরের পুত্র। বিবাহিত জীবনে সে ৪ সন্তানের জনক। পারিবারিক কলহের কারণে লোকমান মাদবর গত ১০ মার্চ রাতে বিষ পান করে অসুস্থ হয়ে পরে।
প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। ১২ মার্চ অসুস্থ লোকমানকে বাড়ি ফিরিয়ে আনে পরিবারের লোকজন। সেখানে লোকমান আরো বেশী অসুস্থ হয়ে পড়ে এবং ১৩ মার্চ সোমবার সকালে নিজ বাড়িতে লোকমান মাদবরের মৃত্যু হয়।
নিহত লোকমান মাদবরের ভগ্নিপতি মো. ফারুক হোসেন বলেন, লোকমানের স্ত্রীর সাথে এলাকার খারাপ পুরুষদের অবৈধ মেলামেশা ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলোহ লেগেই থাকত।
কোন অবস্থায় স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে লোকমান বিষপানে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পদ্মা দক্ষিণ থানা পুলিশ উপ-পরিদর্শক ফিরোজ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্ত্রীর চরিত্র খারাপ বা পরকিয়া প্রেমে আসক্ত এমন অভিযোগে থানায় কোন কোন সাধারণ ডাইরী করা হয়নি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।