জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল !

0
270

শরীয়তপুর প্রতিনিধি: অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে পালং কাঁচাবারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারী কেএম মকবুল হোসাইন, শরীয়তপুর পৌরসভা নায়েবে আমীর মো: শহীদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন বর্তমান অবৈধ সরকার অন্যায়ভাবে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের পিট দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এর ফলে বাজারের প্রতিটি জিনিস পত্রের দাম বাড়ায় জনগন নাবিশ্বাস হয়ে পড়েছে।

এই সরকারের জনগনের প্রতি দায়বদ্ধতা থাকলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির এই অনৈতিক স্বিদ্ধান্ত নিতে পারতেন না। আমরা অনতি বিলম্বে সরকারের এই অগনতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here