জামিন হয়নি পদ্মাসেতুর নাট খোলা বায়েজীদ তালহার !

0
99

শরীয়তপুর প্রতিনিধি ॥ পদ্মাসেতুর নাট খুলে টিকটকে আপলোট করা বায়েজিদ তালহার জামিন নামঞ্জুর করেছেন শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে আদালতে শুনানী শেষে সিনিয়র জেলা ও
দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এই আদেশ দেন। বায়েজিদ তালহা পটুয়াখালী সদর উপজেলার তেলিখারী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে।

সে গত ২৬ জুন পদ্মাসেতুতে ঘুরতে গিয়ে ল্যাম্পপোষ্টের নাট খুলে টিকটকে আপলোড দেন। বিষয়টি মুহুর্তেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই দিনই পুলিশ তাকে গ্রেফতার করে পদ্মাসেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা ও দন্ডবিধি আইনে মামলা করে।

পরে বায়েজিদকে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করায় পুলিশ হেফাজতে নিয়ে বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীকে জামিন না দেওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী মিস ৫১২/২০২২ নং কেস করে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম। বুধবার শুনানী শেষে আদালতের বিচারক জামিন আবেদন নাকোচ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here