জানুয়ারি মাসে দেশে করোনার টিকা পাওয়া যাবে-স্বাস্থ্যমন্ত্রী

0
180
আগামী জানুয়ারি মাসে দেশে করোনার টিকা পাওয়া যাবে। জানুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ করে  মোট তিন কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আমরা করোনার টিকা পাবো জানুয়ারিতে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে তিন কোটি ডোজ টিকা দেশে আসবে। তিনি বলেন, অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার চেষ্টা চলছে। অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রেও টিকার বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্স ফোর্ডের করোনা টিকা তিন কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকেও ভ্যাকসিন আনা হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ভারতে উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট। এ টিকা আনতে ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটি ক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা সরবরাহ করবে সিরাম ইনস্টিটিউট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here