জাতীয় মহিলা সংস্থা’র পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষনার্থীদের ভাতা বিতরণ

0
67

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংস্থার উদ্যোগে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স এর দেয়া পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে শহরের ফুড অফিস মোড়স্থ সংস্থার প্রশিক্ষন মিলনায়তনে ভাতা তুলে দেন জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা।

উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খানসুর, প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জা-মান, বিজনেস ম্যানেজমেন্ট ই-কমার্সের প্রশিক্ষক আব্দুস সালাম ও অন্যান্য টেনের প্রশিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ২ লক্ষ ৮৭ হাজার টাকার ভাতা বিতরণ করা হয়। এ সময় বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স এর দেয়া পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষনার্থীরা উপস্থি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here