চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফরিদ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পাওয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা।
জেলা প্রশাসক সকলকে জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান জানান। জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মজিবুর রহমান মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিরা সেবা কার্যক্রমগুলো তুলে ধরেন।