চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় একটি শোভাযাত্রা বের হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে শোভাযাত্রাটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র মোসলেমা বেগম মুসি, কাউন্সিলর জাহাঙ্গীর কবির।
আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান আরমান, আহসান হাবিব, আব্দুল বারেক, এনামুল হক, দুলাল আলীসহ পৌরসভার বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।