চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিবাদ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার প্রতিবাদে শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাজদার হোসেনসহ অন্যরা।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। জাতি যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রস্তুতি নিচ্ছে, যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে, ঠিক তখন-সেদিন যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তাদেরই উত্তরসুরিরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে।
তাদেরকে প্রতিহত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনে মাঠে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, কোনোভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্মান হতে দেয়া হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল-কর্মকর্তা-কর্মচারীরা একসাথে কাজ করছে।
ভাস্কর্য একটি স্মৃতি ধরে রাখা, এটাকে নিয়ে বাড়াবাড়ি করা মোটেও বাঙ্গালি জাতি বা দেশের প্রশাসন বরদাস্ত করবে না। তাই ষড়যন্ত্রকারীদের এসব কর্মকান্ড থেকে দূরে থাকার জোর হুশিয়ারী দেয়া হয় সভায়।