ঝিনাইদহে খুপড়ি ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
90

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার থেকে মঙ্গলবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশটি ওই বাজারের পশ্চিম পাশে সড়কের পাশে একটি খুপড়ি ঘরে পড়ে ছিল।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে পথচারিরা লাশটি পড়ে থাকতে দেখে সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ লাশ উদ্ধার করে পোস্ট মার্টমের জন্য ঝিনাইদহ সদর হাস-পাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে ওই খুপরি গরে বসবাস করতেন। কেউ তার ভাষা বুঝতো না। ভাষা অনেকটা রোহিঙ্গাদের মত হওয়ায় সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকতো।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই লিঠন মঙ্গলবার বিকালে জানান, পোস্টমর্টেমর পর জানা যাবে অজ্ঞাত ব্যক্তিটি কি কারণে মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here