ঝিনাইদহে করোনায় গৃহবধুর মৃত্যু, ইসলামি ফাউন্ডেশন কর্তৃক লাশ দাফন

0
221

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে শনিবার ভোরে মোছাঃ নার্গিস খাতুন (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের নাছির উদ্দীন মন্ডলের স্ত্রী।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ১১ সেপ্টম্বর করোনা উপসর্গ নিয়ে নার্গিস খাতুন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ১৩ সেপ্টম্বর তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন শনিবার ভোরে ইন্তেকাল করেন।

ঝিনাইদহ জেলার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে নিজ গ্রামে দাফন করা হয়। এই নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত লাশ দাফন কমিটি ৫৭জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here