ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
101

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সি-ডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ফরিদপুর সদর উপজেলার রামখন্ড গ্রামের হাশেম মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮) ও চতলসেনপাড়া গ্রামের মন্টু শেখের ছেলে ওবায়দুর রহমান।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান জানান, মাদক বিক্রির খবর পেয়ে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।

সেসময় সাধুহাটি ধর্মতলায় অভিযান চালালে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে ওবাইদুর রহমান ও শামীম মোল্লাকে আটক করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here