ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি ওলিয়ার, সেক্রেটারী খোকন !

0
59

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মো: ওলিয়ার রহমান, (দাঁড়িপাল্লা) প্রতীকে ১১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন এ.কে.এম মাজহারুল ইসলাম বাবুল (কুড়াল)। সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম খোকন (তালা চাবি) ২৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম সাইদ (ফুটবল) পেয়েছেন ১৬২৫ ভোট।

গত ২ শে মার্চ শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের মাঠে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।

এদিকে সভাপতি ও সাধারন সম্পাদকসহ নবনির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান,মহল ও শ্রেনী পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here