Home অপরাধ জগত ঝিনাইদহে অজ্ঞান পার্টির কবলে হাতিম ফার্নিচারের কর্মকর্তা!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- হাতিম ফার্নিচারের ডিএস এম মোঃ সাইদুর রহমানকে অজ্ঞান করে ৭৫ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা। তিনি এখন ঝিনাইদহ সদর হাস পাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, কোম্পানির কাজ শেষ করে সাইদুর রহমান মঙ্গলবার রাতে হরিণাকুন্ডু থেকে বাসে ঝিনাইদহে আসছিলেন। পথের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে ৭৫ হাজার টাকা ও মোবা ইল নিয় চম্পট দেয়। মিমি এন্টারপ্রাইজের একটি বাসে করে তিনি ঝিনাইদহে আসছিলেন।
বাসের সুপার ভাইজার রিকো তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন। ডাক্তারের ভাষ্যমতে তার জ্ঞান ফিরতে দুই দিন অপেক্ষা করতে হবে। আর স্বাভাবিক অবস্থায় ফিরতে এক সপ্তাহ লগে যেতে পারে পারে।