স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে প্রাণী সম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা: শুখেন্দ্র শেখর গায়েনকে অবরুদ্ধ করে রেখেছে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা থেকে তিনি কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এ এইচ ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রি দাবী করেন তারা। এ দাবীতে গত ২ দিন তারা বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করে আসছে।
এ ঘটনার পর বিষয়টি জানতে বুধবার দুপুরে ডা: শুখেন্দ্র শেখর গায়েন কলেজে এলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখে কলেজের প্রধান ফটক আটকে বিক্ষোভ করছে।