স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, ডিজিটাল বাংলাদেশসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ঝিনাইদহে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশা-সনের সহযোগীতায় এ প্রশিক্ষণের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট।
এতে জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা: শুভ্রা রাণী দেবনাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় জেলার ৬ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্ম-কর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
কর্মশালায় প্রধানমন্ত্রীর এই ১০ টি উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নচ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগ সমুহের বহুল প্রচালে করনীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়।
পাশাপাশি সেখান থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে উদ্যোগগুলো আরও উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণের জন্য সিন্ধান্ত নেওয়া হয়।