ঝিনাইদহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ !

0
55

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসহায় ২ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর পশ্চিম পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে জোহান ড্রীম ভ্যালী পার্ক ও জোহান গ্রুপের স্বত্বাধীকারী মোয়াজ্জেম হোসেন।

সকালে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী। এসময় উপস্থিত ছিলেন জোহান গ্রুপের স্বত্বাধীকারী মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ঠ ঠিকাদার মিজানুর রহমান মাসুমসহ অন্যান্যরা।

সেসময় পৌরসভার বিভিন্ন এলাকার ২ হাজার পরিবারের ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা ও আধা কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়। রমজানে খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

এসময় মোয়াজ্জেম হোসেন বলেন, আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সাম্যর্থের মধ্যে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here