স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা আনু-মানিক সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার ডাকবাংলা বাজারের আখ সেন্টারের সামনে (ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে) চুয়াডাঙ্গাগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পারভীনা (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত পারভীনা বাটিকাডাঙ্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী। তার ৬ মাস বয়সীসহ ৩টি সন্তান রয়েছে।পারভীনা আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছেন স্বজনরা।
ঝিনাইদহ সদর হাসপাতালে নিহত পারভীনার পিতা মুনতাজ আলী জানান, তার মেয়ের পরিবারে দাম্পত্য কলহ চলে আসছিল। তিনি কয়েকদিন আগেও মিমাংশা করে দিয়ে আসছিলেন। আজ সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে এসে মৃত্যুর কথা জানতে পারেন।