ঝিনাইদহে ওভার ব্রিজের রেলিং ভেঙ্গে গম বোঝায় ট্রাক নবগঙ্গা নদী, আহত ২

0
144
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকার নবগঙ্গা নদীর ব্রীজের রেলিং ভেঙে মালবাহী একটি ট্রাক নদীর নিচে পড়ে যায়। এ সময় আহত হয় ২ জন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন, ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের রেজাউলের ছেলে মোটর সাইকেল আরোহি রাকিব ও ট্রাকের হেলপার পাবনা জেলার ইসলামগাতি গ্রামের শাহাজানের ছেলে জিয়ার হোসেন।
ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, গম বোঝাই একটি ট্রাক ঝিনাই-দহ শহরের মুজিবচত্তর থেকে আরাপপুর যাচ্ছিল। পথিমধ্যে নবগঙ্গা নদীর ব্রীজের উপর পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে ট্রাক ড্রাইভার কে না পেলেও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মোটর সাইকেল আরোহীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here