শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের খোরাতলায় আদালত অবমানা করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে গোলাম মাওলা সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সৎ ভাইয়ের জমি দখল করে ভবন নির্মাণকালে ইউনুস সরদার নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। সরেজমিন তদন্তে গোলাম মাওলার বিরুদ্ধে বার বার আদালত অবমাননার বিষয়টি প্রমানিত হয়েছে।
জানাগেছে, খোরাতলা গ্রামের সামসুদ্দিন সরদার তিন পুত্র রেখে মুত্যু বরণ করেন। পরবর্তীতে তার রেখে যাওয়া সম্পত্তি তিনপুত্র ভোগ দখলে ছিলেন। বর্তমানে একটি জমিতে সামসুদ্দিন সরদারের পুত্র গোলাম মাওলা সরদার ভবন নির্মাণ শুরু করলে অপর পুত্র ইউনুছ সরদার বাধা প্রদান করে।
সেই বাধা উপেক্ষা করে ভবন নির্মাণ করতে গেলে ইউনুছ আদালতে মামলা করে। আদালত তদন্তপূর্বক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের আদেশ অমান্য করে ফাকে ফাকে বাড়ির কাজ করতে থাকে গোলাম মাওলা। পুনরায় আদালতের আদেশ ভঙ্গ করায় ইউনুছ সরদার বিষয়টি আদালতে অবগত করেন।
আদালত পুনরায় তদন্ত করে ভবন নির্মাণ বন্ধের আদেশ প্রদান করেন। তারপরেও আদালতের আদেশ অমান্য করে ভবনের ছাদ পর্যন্ত নির্মাণ সম্পন্ন করেছেন গোলাম মাওলা। এই বিষয়ে ইউনুছ সরদার বলেন, আমার পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে বেদখল করে গোলাম মাওলা সরদার ভবন নির্মাণ করতেছে। আমার বাঁধা উপেক্ষা করায় আদালতে মামলা করি। আদালতের আদেশও বারবার অমান্য করে ভবনের ছাদ পর্যন্ত নির্মাণ শেষ করেছে। এতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হইতেছি।
গোলাম মাওলা সরদার বলেন, তাদের পিতার মৃত্যুর পরে স্থানীয় মুুুরব্বিদের সহায়তায় পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ করে তারা ভোগ দখলে রয়েছেন। এই বাড়িতে যুগ যুগ ধরে তিনি বসবাস করছেন। এবার বাড়ি নির্মাণ করার সময় সৎ ভাই ইউনুছ সরদার বাঁধা দেয়। পরে আদালতে মামলাও করে।
আমি আদালতের আদেশ সম্মান করে নির্মাণ কাজ বন্ধ রাখি। পরে স্থানীয় শালিশদের মাধ্যমে সিদ্ধান্ত হয় অন্য জায়গা দিয়ে ইউনুছকে জমি দলিল করে দিলে মামলা তুলে নিবে। আমি তাকে জমিও দলিল করে দেই।
এর মধ্যে ভবনের ছাদ নির্মাণ হয়ে যায়। তার পরে সে আবারও আদালতে অভিযোগ করেছে। আদালতের আদেশ পাওয়ার পর থেকে নির্মাণ কাজ বন্ধ রাখছি। আদালতের আদেশ অমান্য করে কিছুই করব না।