চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন ও এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালসহ জেলার বিভিন্ন স্থানের বীর মুক্তি- যোদ্ধাগণ। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।