দেশের উত্তরাঞ্চীয় জেলা জয়পুরহাটে একটি লেভেলক্রসিংয়ে মারাত্মক এক দূর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। জয়পুরহাটের পুরানপৈল নামক স্থানে একটি বাসকে ছুটে চলা একটি ট্রেন ধাক্কা দিলে বাসের যাত্রীরা হতাহতের শিকার হন।
জয়পুরহাটের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় ১১ জনের মৃত্যু ঘটে, আর আহত হন অন্তত পাঁচ জন। এরা সবাই বাসের যাত্রী ছিলেন।
বাসটি জয়পুরহাট থেকে হিলি যাচ্ছিল। আর উত্তরা এক্সপ্রেস নামের ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহী যাচ্ছিল।
ঘটনার পরপরখন্দকার সানাউল হক জানান যে পার্বতীপুর থেকে উদ্ধার কাজে সাহায্য করার জন্য ট্রেন পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রেলক্রসিংয়ের উপর দিয়ে বাসটি যাওয়ার সময় এই ঘটনা ঘটে।