কালীগঞ্জে অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার

0
91

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুলতান মিয়া (৩৮) নামে এক অটো চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওই উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তাি নদীর একটি শাখা নদী থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। সুলতান মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দর্জি পাড়া গ্রামের আব্দুল গফর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, সকালে তিস্তার একটি শাখা নদীর পাশেই সুলতান মিয়ার মরদেহটি দেখতে পান এলাকার কয়েকজন। ওই এলাকার ইউপি সদস্যকে খবর দিলে তিনি কালীগঞ্জ থানায় খবর দেন। পরে ১১টার দিকে পুলিশ সুপার সাইফুল ইসলাম গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় সেখানে থাকা একটি মোবাইল ও নগদ কিছু অর্থ উদ্ধার করেন পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রুসুল জানান, ঘটনা জানার পরেই পুলিশ সদস্যরা এসেই লাশটি সনাক্তের চেষ্টা করে। পরে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয় সুলতানের বাবা আব্দুল গফুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম (এসপি) ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অটোচালক সুলতান মিয়ার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছেছিল না।

পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে তার বাড়িতে ফোন করা হয়। পরে তারা পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here