Home অপরাধ জগত কালীগঞ্জে র্যাব-৬’র অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার !
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব-৬’র সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার।
সোমবার রাত পোনে তিন টার দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন খবর পান র্যাব সদস্যরা।
এসময় পুকুরিয়া পূর্বপাড়ার মোহাম্মদ আলীর বাড়ির সামনে ইটের রাস্তার পূর্ব পাশে উপস্থিত হয়ে একটি সাদা প্লাষ্টিকের ব্যাগ পড়ে ছিল।
ওই ব্যাগটি তল্লাসি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।