কালীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

0
91

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামে পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর তার স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছে। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রাতে বাকবিতন্ডার এক পর্যায়ে স্ত্রী পারুলকে পিটিয়ে গুরুতর আহত করে মতিয়ার রহমান। এতে ঘটনাস্থলেই মারা গেলে পালিয়ে যায় মতিয়ার রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশী হযরত আলী ও আলম হোসেন জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সংসারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরেই গভীর রাতে পারুল বেগমকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here