কানাডার মধ্য সাসকাচোয়ান প্রদেশে এলোপাথাড়ি ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে, পুলিশ বলছে।
প্রদেশটির মোট তেরটি ভিন্ন ভিন্ন জায়গায় এই ছুরিকাঘাতের শিকার আহত ও নিহত ব্যক্তিদের পাওয়া গেছে। এর মধ্যে রেড ইন্ডিয়ান আদিবাসী প্রধান এলাকা জেমস স্মিথ ক্রি নেশন রয়েছে। দুইজন সন্দেহভাজন একটি প্রদেশের মোট তেরটি জায়গায় হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ ইতিমধ্যেই ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসন এবং ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন নামে দুই সন্দেহভাজনের নাম ঘোষণা করেছে।
তাদেরকে সশস্ত্র, পলাতক এবং বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। (বিবিসি বাংলা)